খুলনায় মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ" প্রধান আসামী গ্রেফতার,



মোল্লা জাহাঙ্গীর আলম, খুলনা জেলা প্রতিনিধিঃ


খুলনার ডুমুরিয়ায় মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬,


গত মঙ্গলবার ৬ই সেপ্টেম্বর ২০২২এর দুপুরে বাগেরহাট জেলার সদর থানাধীন যাত্রাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তার হওয়া মোঃ মহিদুল মোড়ল (৪০) খুলনা জেলার ডুমুরিয়া থানাধীন এলাকার ।


এ তথ্য নিশ্চিত করেছেন খুলনার র‍্যাব-৬ এর মূখপাত্র তারেক আনাম বান্না।


খুলনা র‍্যাব জানায়, শোভনার চিংড়া গ্রামের হতদরিদ্র বাবার মাদ্রাসার ৭ম শ্রেনীতে পড়ুয়া ১৬ বছর বয়সী মেয়ে গত রমজান মাসে মাদ্রাসা ছুটি থাকার সুবাদে প্রতিবেশী সিরাজুল গাজীর বাড়িতে গৃহস্থালীর কাজে নিয়োজিত হয়।


সিরাজুলের স্ত্রী ইরানি বেগম অসৎ উদ্দেশ্যে ওই ছাত্রীকে বেড়ানোর কথা বলে ডুমুরিয়া থানার বাগদাড়ি গ্রামে তার বাবার বাড়িতে রেখে আসে।


পরবর্তীতে ইরানির বাবা কারিমুল শেখের ঘরে তার শ্যালক মহিদুল মোড়ল ওই ছাত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে এবং বাড়ির মালিক আসামী কারিমুল শেখও পর্যায়ক্রমে ধর্ষণ করে।


ঘটনার প্রেক্ষিতে সে বাদী হয়ে ডুমুরিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার বিষয়ে র‌্যাব- গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাকে গ্রেফতার করে।


তারেক আনাম বান্না বলেন, গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।


তাকে ডুমুরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Previous Post Next Post