নীলফামারী চিলাহাটিতে ক্যানেলে ভাসছে নবজাতকের লাশ, জানা গেছে ডোমার উপজেলা ভোগডাবুড়ী ইউনিয়নে মকবুলের ডাঙ্গা ক্যানেলের পানিতে মায়ের পেটে ৮ মাস থাকার পর আজ রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ৬ টার সময় সেই নবজাতকে পানিতে ফেলে মা পালিয়ে যায় এখনো জানা যায় নাই কার সন্তান মানুষের মনে কল্পনা যাগে কে এত নিষ্টুর হতে পারে , যাদের সন্তান নেই তাঁরাই বুজে সন্তান না থাকার যন্ত্রনা আর একেমন মা, অবশ্যই সেই মা টা খারাপ ছিল সেজন্য এরকম কাজ করতে পেড়েছে, তাই সেই মাকে খুজে বেড় করে শাস্তি দাওয়া উচিত, আমাদের চিলাহাতে এসব মহিলার এস্থান নেই, এটা এলাকার মানুষের দাবি, সকাল ৬টায় এলাকার মানুষের চোখে পড়ে আসতে আসতে সবাই জানা জানি হওয়া পর এলাকার মানুষ পুলিশকে অবগত করে ।
এই বিষয়ে চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আব্দুস সালাম, সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন , এলাকার মানুষ ৯৯৯ ফোন দিলে, আমি সহ এ এস আই সুফিয়ান সহ ঘটনা স্থানে গিয়ে নবজাতকের লাশ নিয়ে আসে পরে ডোমার থানায় হস্তান্তর করি, তিনি আরো জানান মায়ের পেটে ৮ মাস থাকার পর আজ ক্যানেলে পানিতে ফেলে দিয়ে পালিয়ে যায় মা, এখনো জানা যায়নি ।