ডোমারে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

 





নীলফামারীর ডোমারে পুকুরে ভাসমান অবস্থায় ফুলবান বেগম (৯০) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেে হয়েছে।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পৌরসভার পূর্ব চিকনমাটি গ্রামের এক যুবক পুকুরে মাছ ধরতে গিয়ে একটি লাশ দেখতে পায়। পরিবারের লোকজন ও এলাকাবাসীকে খবর দিলে সেখান থেকে তার লাশ উদ্ধার করে বৃদ্ধার পরিবার ও এলাকাবাসী। তিনি পাশের ০৮ নং ওয়ার্ডের উদায়ন পাড়া গ্রামের মৃত নিজামুদ্দিনের স্ত্রী।

পরিবারের লোকজন জানান, আমাদের মা দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন। গতকাল (শুক্রবার) রাতে মা সহ আমরা সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। ভোরে কখন মা উঠে চলে গেছে তা আলাপ পাইনি। সকালে ঘুম থেকে উঠে মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের গ্রামের লোকজন এসে বলে তোমার মা পুকুরে পড়ে আছে।

এলাকাবাসীরা জানান, ওই বৃদ্ধা নারী ভোরে কোন এক সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে হয়তো ওই পুকুরে পড়ে যেতে পারেন।

ডোমার পৌরসভা ০৮ নং ওয়ার্ডের কাউন্সিলর কাওছার আলম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।



Previous Post Next Post